কুষ্টিয়ায় নৌকা ভ্রমণের নামে চলছে মাদক সেবন ও অশ্লীল নৃত্য

0
175
নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়া শহর ঘেঁষে গড়াই ও পদ্মা নদীতে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে চলছে অশ্লীল নৃত্য। অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন। অসংখ্য নৌকায় বড় বড় সাউন্ড বক্সে অতিরিক্ত শব্দে গান বাজানো হয়। মাস খানেক আগে থেকে এসব কার্যকলাপ চলছে। তবে শুক্রবারে সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল যুবক ও স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রদের দল দেখা যায়। এতে স্থানীয় ও নদীতে ঘুরতে আসা দর্শনার্থীরা ক্ষুব্ধ। কুষ্টিয়া শহরের গড়াই নদীর কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু এলাকায় গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষ নদীর পাড়ে ও ব্রিজে ঘুরতে এসেছে। নদীতে ইঞ্জিন চালিত অসংখ্য বড় বড় ট্রলারে উচ্ছৃঙ্খল কিশোর-যুবকরা হিন্দি ও ডিজে গানের তালে তালে অশ্লীল নৃত্য করছে। অনেকে নেশাজাতীয় দ্রব্য পান করে মাতাল অবস্থায় নৃত্য করছে। ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী তোলা হচ্ছে ট্রলারে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। নৌকা ভ্রমণে গিয়ে নাচানাচি করার সময় শুক্রবার বিকাল ৫ টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে একজন। পরের দিন তার মৃতদেহ উদ্ধার হয়েছে। নদীর পাড়ে ঘুরতে আসা সুমন আহমেদ বলেন, ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে গড়াই নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এসে লজ্জায় পড়ে গেছি। নৌকা ভ্রমণের নামে মাদকসেবন, অশ্লীল নৃত্য, ও অসামাজিক কার্যকলাপ করছে উচ্ছৃঙ্খল যুবকেরা। হরিপুর ব্রিজ এলাকায় এ সময়ে প্রায় প্রতিদিনই শহরসহ অন্যান্য জেলা থেকেও হাজার হাজার মানুষ ঘুরতে আসেন। কিন্তু নৌকায় আনন্দ ভ্রমণ ও পিকনিকের নামে চলা অশ্লীল কর্মকাণ্ডে সাধারণত পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। নদী পাড়ের স্থানীয়রা বলেন, পদ্মা ও গড়াই নদীতে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে চলা অশ্লীলতায় ডুবছে তরুণ-যুবকরা। নৌকা ভ্রমণে এসে মাদকসেবন করে, মাতাল অবস্থায় অশ্লীল নৃত্য করে, উচ্চশব্দে সাউন্ড বক্সে গান বাজায়। ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী তোলা হয় ট্রলারে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। ফলে স্থানীয় ও অভিভাবকরা উঠতি বয়সের সন্তানদের ভবিষ্যৎ ও নৈতিক অবক্ষয় নিয়ে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছেন। যুব সমাজকে রক্ষায় নদীতে চলাচলকারী নৌকায় গান-বাজনা, নাচানাচি ও বিনোদনের অন্তরালে অশ্লীল কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। নৌকা ভ্রমণে আসা রুবেল বলেন, বন্ধুরা মিলে নৌকা ভ্রমণে এসেছি সকালে। চলবে রাত পর্যন্ত। আমরা খুব উপভোগ করছি। নৌকা ভ্রমণে এসে অনেকেই মাদকসেবন করে। মাতাল অবস্থায় অশ্লীলভাবে নাচানাচি করে। নৌকায় অনেককিছুই হয়। স্থানীয় সাইফুল ইসলাম বলেন, শুক্রবারে পদ্মা-গড়াই নদীতে প্রায় অর্ধশতাধিক নৌকায় ভ্রমণের নামে ভণ্ডামি অশ্লীলতা করেছে যুবকেরা। তারা অনেক জোরে গান বাজায়, অশ্লীল নৃত্য করে। কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর পয়েন্টে পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে হাজার হাজার মানুষ ঘুরতে আসে। যুবকদের কর্মকাণ্ডে বিরক্ত বোধ করি আমরা। দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here