রিনিয়া বড় হয়ে ডাক্তার হতে চাই           

0
155
জসিম উদ্দিন, শার্শা : চলতি বছর এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে এটিএন বাংলা ও এটিএন নিউজ টিভি চ্যানেলের বেনাপোল  প্রতিনিধি আহম্মদ আলী শাহিনের ভাতিজি রিনিয়া তারাননুম রেছি।
প্রতিটি বিষয়ে গড়ে তার প্রাপ্ত নাম্বার ৯০+যশোরের শার্শা উপজেলার যাদবপুর গ্রামের মরহুম মোহাম্মদ আলী ও গৃহিণী মনোয়ারা বেগমের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট রিনিয়া তারাননুম রেছি।
সে আকিজ কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ইংরাজী ভার্সন বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। রিনিয়ন তারাননুম রেছি বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। এজন্য সে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here