দর্শনায় বিদ্যুতের তার বেধে ঘরে টিনের আড়াই ঝুলে ১ ডেকোরেটর কর্মচারীর আত্নহত্যা 

0
221
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দর্শনার আজমপুরে গলাই বিদ্যুতের তার বেধে ঘরে টিনের আড়াই ঝুলে ১ ডেকোরেটর কর্মচারী আত্নহত্যা করেছে।
সোমবার সকাল ৭ টার দিকে আজমপুর গ্রামে উথলীর সৌদি প্রবাসী আবু সাঈদের বাড়িতে স্থানীয়  ভাড়াটিয়া জীবননগর চ্যাংখালী মুক্তিযুদ্ধা পাড়ার আতিয়ার রহমানের ছেলে তরিকুল  ইসলাম (৩২) কে ডাকতে যায়  আজমপুরের মায়ের দোয়া ডেকোরেটরের মালিক ইমান আলী। ডাকাডাকির একপর্যায়ে দরজায় উকি মেরে দেখে সে   টিনের ঘরের আড়াই বাশের সাথে বিদ্যুতের তার  বেধে গলাই ফাস দিয়ে আত্মহত্যা করেছে। পরে দর্শনা  থানা পুলিশকে খবর দিলে দর্শনা থানার পুলিশ এসে লাশ  উদ্বার করে মর্গে পাঠায়। পুলিশ জানায়, জীবননগরের ধোপাখালীর মনিরুলের মেয়ে স্বামী পরিত্যক্ত ঊষা খাতুনের সাথে পরকীয়ার জেরে ২ মাস আগে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল।পরে দর্শনায় এসে ডেকোরেটরের দোকানে কাজ নেয়। রবিবার বিকালে ঊষা তার বাড়িতে আসে।রাতে দুজনের সাথে ঝগড়া বাধলে ঊষা বাড়ি ছেড়ে চলে গেলে সে গলাই ফাস দেয় বলে সূত্র জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here