শার্শায় বিদ্যুৎস্পষ্টে ভ্যান চালকের মৃত্যু 

0
166
জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতা মিয়া (৬৩) নামে একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগষ্ট) দুপুর ১টার দিকে শার্শার বড় নিজামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত লতা মিয়া উপজেলার গাতিপাড়া গ্রামের আবুল হোসেন এর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির বারান্দার টিনের সঙ্গে বৈদ্যুতিক তার স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হয়। বারান্দার টিন নিচু হওয়ায় দুপুরে নিজের চালিত ইঞ্জিন ভ্যানে চার্জ দেওয়ার সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। এসময় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
এবিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here