ডুমুরিয়ায় ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর 

0
169
গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া (খুলনা)। “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণীর ১২০ টি পরিবারের মাঝে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী সংযুক্ত হয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান , সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিষ মোমতাজ , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন , কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমীন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক) মেডিকেল অফিসার মোঃ সাব্বির গোলদার , মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার , সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস , ইন্সটেকটর মোঃ মনির হোসেন প্রমখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here