ডুমুরিয়ার হালিমা ক্লিনিক সিলগালা, ক্লিনিক মালিককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত

0
169
ভ্রাম্যমান প্রতিনিধি , ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় একটি ক্লিনিক সিলগালা এবং ক্লিনিক মালিককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চুকনগরের হালিমা মেমোরিয়াল ক্লিনিকে অভিযান চালিয়ে এই দন্ড দেন আদালত। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফ আসিফ রহমান এই অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন , ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ রিফাত রহমান , ডাঃ মোঃ মেহবুব হোসেন সাব্বির , ডুমুরিয়া থানার এস আই প্রসেনজিৎ ব্যানার্জি প্রমুখ।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, উক্ত ক্লিনিকে দির্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম চলে আসছে। সর্বশেষ কয়েকদিন আগে ক্লিনিকটিতে ভুল অপরেশনের কারনে এক স্কুলছাত্রী মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে আজ অভিযান চালানো হয়েছে। অভিযান পরিচালনাকালে সেখানে কোন ডাক্তার , নার্স , আয়া কেউ ছিল না। ওই ক্লিনিকে কোন সার্জন অস্ত্রপচার করেন , কে এ্যানেস্থেশিয়া দেন তার কোন কিছুই ক্লিনিক কতৃর্পক্ষ জানাতে পারেননি। ক্লিনিকের প্রতিটি কক্ষ , বিছানা , আসবাসপত্র নোংরা। তাছাড়া ক্লিনিকের লাইসেন্স ও নবায়ন করা হয়নি। এসব অপরাধে ক্লিনিকটি অনির্দিষ্ট কালের জন্যে সিলগালা করে দেয়া হয়েছে এবং ক্লিনিক মালিক কামাল হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here