দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের জি আই এস ম্যাপিং কার্যক্রম শুরু যশোরে 

0
153
যশোর অফিস : বৃহস্পতিবার সকাল ১১টায়, যশোর জেলা আওয়ামী লীগ এর কার্যালয়ের সদ্য নির্মিত স্মার্ট কর্নারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের জি আই এস ম্যাপিং কর্মশালার শুভ উদ্বোধন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর শহর আওয়ামী লীগ এর সভাপতি জনাব এড. আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন যশোর শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব এস এম মাহমুদ হাসান বিপু, যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব তানজিব নওশাদ পল্লব। জি আই এস ম্যাপিং কর্মশালা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন যশোর জেলা আওয়ামী লীগ এর কার্যনির্বাহী সদস্য মোস্তফা আশীষ ইসলাম।
জেলা আওয়ামী লীগের স্মার্ট কর্নারের ৪(চার) জন সহ এবং ছাত্রলীগ কর্মী ৩০ জন জি আই এস ম্যাপিং কর্মশালায় প্রশিক্ষণ নেন।
প্রধান অতিথি এড. আসাদুজ্জামান আসাদ বলেন, “স্মার্টফোন ব্যবহার করেন, কিন্তু কখনো জিপিএস অথবা সহজ উদাহরণ দিলে গুগল ম্যাপ ব্যবহার করেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। নির্বাচনে জিআইএস সফটওয়্যার দ্বারা আমরা কেমন করে ইন্টারেক্টিভ মানচিত্রে ডেটা ক্যাপচার, ও প্রদর্শন করবে তা অনুধাবন করতে পারি। তিনি ছাত্রলীগকে ১০টি প্রাথমিক তথ্য সংগ্রহ করতে বলেন।“
অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্যে জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম বলেন, “ আগামী সংসদ নির্বাচনের দিন জামাত- বি এন পি গুজব প্রতিহত যে কোন ধরনের সন্ত্রাসী মোকাবেলায় এই সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে। পুলিং এজেন্ট,ভোট কেন্দ্র কমিটি ও ছাত্রলীগকে সঠিক তথ্য প্রদানে ও সমস্যা সমাধানে সহায়তা করবে। জাতীয় শোক দিবসের পরপরই ঝিকরগাছা ও চৌগাছা ১৭৫টি ভোট কেন্দ্রের তথ্য মাঠ পর্যায়ে শুরু হবে । নেত্রী স্মার্ট বাংলাদেশ গঠনে যশোর পূর্বের ন্যায় অগ্রণী ভূমিকা পালন করবে। স্মার্ট ভোটার, স্মার্ট কর্মী গঠনে আমরা কাজ করে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here