বেনাপোলে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ৯ আসামী সহ ১ চোরাকারবারী গ্রেফতার।

0
275

রবিউল ইসলাম বেনাপোল যশোর প্রতিনিধি: যশোরে বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ০৯ আসামী সহ বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী সহ ০১ জন চোরাকারবারী গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক কৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের, মৃত নুর উদ্দিনের ছেলে মোঃ বায়েজিদ হোসেন, ও সুলতান হোসেনের ছেলে,উজ্জল হোসেন,গাতিপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে মোঃ বরকত গাজী, বাহাদুরপুর গ্রামের মৃত ছয়দুল ইসলামের ছেলে, মোঃ মহিউদ্দীন ইসলাম @ রমজান, ভবেরবেড় গ্রামের গিয়াস উদ্দিন শিকদারের ছেলে, মোঃ আমির হোসেন, ও মোঃ আবু বক্করের ছেলে,মোঃ আল আমিন, পাটবাড়ী গ্রামের, মোহাম্মদ আলীর ছেলে, মোঃ হৃদয় হোসেন, ও আবু বক্কর সিদ্দিক @ বাক্কার ছেলে,মোঃ আলমগীর, দক্ষিন কাগজপুকুর গ্রামের, মৃত মতলেবের ছেলে,দীন ইসলাম। এছাড়া বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামস্থ এমপি মার্কেটের “অভি ভ্যারাইটিজ স্টোর” এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ভারতীয় তৈরী, ১২২০ পিচ, (ক্লোব-জী, স্কিন-সাইন, গোমেলা ও কলবিটা-জিএম) ক্রিম সহ ভবেরবেড় (পশ্চিমপাড়া) খলিলুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া,নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষীপাশা গ্রামের,মৃত বারিক বিশ্বাসের ছেলে,মোঃ আদর আলী বিশ্বাসকে গ্রেফতার করে।  জব্দকৃত, আলামতের সর্বমোট মূল্য অনুমান-২,৮১,৪০০/-টাকা এবিষয়ে বেনাপোল পোর্ট থানার  অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া জানান, গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here