কুষ্টিয়ায় চোরসন্দেহে যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা

0
159

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় জুনিয়াদহে আকরাম হোসেন (২৩) নামে এক যুবককে চোরসন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) গভীর রাতে স্থানীয় হাসিবুল এবং তানজিরের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক চোর সন্দেহে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে বাড়ি গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তার মৃত্যু হয়। নিহত আকরাম জুনিয়দহের খন্দকার পাড়ায় লালন শাহের পুত্র।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে খন্দকার পাড়ার হাসিবুল নামের এক ব্যক্তির স্ত্রী দরজা খুলে ওয়াস রুমে যায়, ফিরে এসে ঘরের মধ্যে আকরামকে দেখে চিৎকার দিলে সে পালিয়ে যায়। এই ঘটনার পেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে হাসিবুল এবং তানজিলের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক আকরামকে প্রথমে বাঁশের সাথে বেধে মারধর করে এরপর আবার গতরাতেই পুনরায় আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে আকরামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে বাড়ি গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তার মৃত্যু হয়।নিহত আকরামের মা নাদেরা খাতুন বলেন, আমার সন্তান কিছু জানে না, তাকে ডেকে নিয়ে গিয়ে মারতে মারতে মেরে ফেললো ওরা। আমি আমার সন্তান হত্যার বিচার চাই, বিচার চাই। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার আকরাম হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে নিহত আকরামের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান ওসি।।আকরাম হোসেন নামে এক যুবক গণপিটুনিতে নিহত হওয়ার বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ জানান, চুরির অভিযোগে চোর সন্দেহে তাকে মারপিট করা হলে বাড়ি গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে এবং এক পর্যায়ে তার মৃত্যু হয়। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে প্রকৃত মৃত্যুর ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here