শাহাদতআলী ,হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধ : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আলিয়া খাতুন (১৪) নামের নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার (১১ আগষ্ট) উপজেলার জোড়াদহ ইউনিয়নের ভেড়াখালী গ্রামের আলিম হোসেনের কন্যা ঘাস পুড়া বিষ পান করে আত্মহত্যা করে। সে ভেড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে,আলিয়া তার নিজের ঘরের মধ্যে বিষের যন্ত্রনায় ছটফট করলে আমরা কাছে গিয়ে দেখি সে বিষ পান করে বমি করছে। আমরা দ্রুত তাকে হরিণাকুণ্ডু হাসপাতালে নিয়ে এসেছি। স্থানীয় শের আলীর পুত্র কাফীর সাথে কথা হলে তিনি জানান, মেয়েটির বাবা একজন খেটে খাওয়া দিনমুজুর। তার মেয়েটা খুব ভালো ছিলো। হঠাৎ করে কেন বিষ পান করলো আমরা বুঝতে পারছি না।
এঘটনায় হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বায়ীত্বরত চিকিৎসক সহকারী সার্জন ডাঃ অন্যন্যা রহমান জানান, বিষপান করে একটি মেয়ে হাসপাতালে আসে। আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তাকে চিকিৎসা দিই। রুগীর অবস্থা আসংখাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসা দিতে বাইরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিলো। কিন্তু রোগীর অবস্থা খুব খারাপ হওয়ায় বেলা ২:২০ মিনিটে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাছাড়া বিষয়টা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই শীর্ষ পুলিশ কর্মকর্তা।















