মনিরামপুর(পৌর) প্রতিনিধিঃ মনিরামপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসানের পৈত্রিক বাড়িসহ পাশাপাশি আরো দুইটি ধর্ণাঢ্য পরিবারের ৬ সদস্যকে চেতনানাশক ঔষধ(স্প্রে) প্রয়োগে অজ্ঞান করে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে উপজেলার দত্তকোনা গ্রামে এ ঘটনা ঘটেছে। উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, মনিরামপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসানের পৈত্রিক বাড়ি উপজেলার দত্তকোনা গ্রামে। মঙ্গলবার রাতে মেয়রের পৈত্রিক বাড়ীসহ আশপাশের মাষ্টার কওছার ও মোশাররফ গাজীর বাড়ির ৬ সদস্যকে অজ্ঞান করে অচেনা দুর্বৃত্তরা এ সকল বাড়ি ঘরে লুটপাট করেছে। প্রতিবেশিসহ স্বজনদের ধারণা তিন বাড়ি থেকে ৩০ লক্ষাধিক টাকার সম্পদ লুটপাট হয়েছে। আহতরা হলো মেয়রের ছোটভাই অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা কাজী হুসাইন (৭০), মাষ্টার কওছার আলী (৬৫) ও তার স্ত্রী রেবেকা খাতুন (৪৫), মোশাররফ গাজীর বৃদ্ধ পিতা হারান গাজী (৮০) ও স্ত্রী তানিয়া বেগম (৪০) কণ্যা শোভা খাতুন (১৩)। পুলিশ ও স্থানীয়দের দাবী, অচেনা দুর্বৃত্তরা অজানা চেতনা নাশক বিষ স্প্রে করে এদেরকে অজ্ঞান করে ফেলে রেখে বাড়িঘর তছনছ করে লুটপাট করেছে। এদের সকলের বাড়ির শোকেচ, আলমারী, ওয়ারড্রপসহ সাব-বাক্স দুর্বৃত্তরা তছনছ করে মূল্যবান জিনিষপত্র খুজে নিয়ে যায়। মোশাররফ গাজীর শ্যালক নুর ইসলাম জানান, তার ভাগ্নি শোভা খাতুনকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির মধ্য থাকা মূল্যবান জিনিসপত্র, বাইসাইকেল, সোনার অলংকার ও নগদ টাকা সহ তল্লাসি করে প্রায় ১৫/২০ লক্ষ টাকার সম্পদ লুটপাট চালায়। তার ভাগ্নে ইমন (২০) কে ছিটকিনি দিয়ে ঘরের মধ্যে দুর্বৃত্তরা আটকে রাখে এবং তার বোন তানিয়া ও হারান গাজীকে অজ্ঞান করে রেখে যায়। মাষ্টার কওছার আলী’র আইটি সেক্টরে কর্মরত পুত্র রাজিবুল বলেন, তার বাড়িতে থাকা পিতা ও মাতাকে অজ্ঞান করে দুর্বৃত্তরা লুটপাট করে নিয়ে গেছে। তার পিতা ও মাতার জ্ঞান না ফেরা পর্যন্ত কিভাবে এই ঘটনা ঘটেছে ও কি পরিমান সম্পদ লুটপাট হয়েছে তা বলা মুশকিল। পৌর মেয়রের ছোট ভাই কাজী হুসাইন একাই বাড়িতে ছিলেন। তিনি অচেতন থাকায় পৌর মেয়রের বাড়ি থেকে কি পরিমান অর্থ ও মালামাল লুটপাট হয়েছে তা কেউ বলতে পারেনি। তবে তার চাচাত ভাই জসিম উদ্দীন বলেন বাড়ী থেকে নগদ টাকা, সোনার অলংকার ভাল কাপড়চোপড় ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটপাট হয়েছে। তার ভাই হুসাইনের জ্ঞান ফিরে আসলে এ বিষয়ে সব কিছু জানা যাবে। আহত সকলের মনিরামপুর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাহিদ হাসান জানান, অজানা বিষাক্ত কিছু এই রোগীদের শরীরে প্রয়োগ বা দেয়া হয়েছে। একারণে সকলে অচেতন হয়ে পড়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে এই রোগীদের চিকিৎসা শুরু হয়। কিন্তু বিগত ৪ ঘণ্টায় এদের কারো উন্নতি না হওয়ায় সকলকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা কিভাবে ঘটল এবং কারা এই ঘটনার সাথে জড়িত তা জানার জন্য উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, ওসি শেখ মনিরুজ্জামান, নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল ইমরানসহ জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ বিষয়ে কোন মন্তব্য করেন নি।
তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার
কাজী লিয়াকত হোসেন,তালা : সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে খুলনার...
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠানে ড. লায়ন ফরিদুল ইসলাম— বিএনপি...
মোংলা প্রতিনিধি : মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেছেন, লায়ন ড. ফরিদুল ইসলাম বিএনপির পক্ষ থেকে জাতীয়...
নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌগাছায় পুলিশের কঠোর নিরাপত্তা ও চেকিং
চৌগাছা পৌর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম...
ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা...
যশোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের...















