ইবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি ড. ফখরুল

0
229

রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম।সোমবার  (১৪ আগস্ট) তিনি এ বিষয়ে নিশ্চিত করেন।বিভাগে ড. মো. ফখরুলের দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে তিনি সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমানের স্থলাভিষিক্ত হন।জানা যায়, লোকপ্রশাসন বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. লুৎফর রহমানের মেয়াদকাল উত্তীর্ণ হওয়ায় গত শনিবার বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম বলেন,  ‘শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরির লক্ষ্যে আমি কাজ করে যাবো। বিশ্ববিদ্যালয়ের ও বিভাগের সবার পরামর্শ ও সহযোগিতায় বিভাগকে সামনে এগিয়ে নিতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here