শৈলকুপা প্রতিনিধি : তিনমাসও হয়নি এর মধ্যেই ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকা থেকে ৫টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের মধ্যে পুলিশের একজন এসআইও রয়েছেন। এছাড়াও সাইকেল ভ্যান, দোকানের তালা ভেঙে ছোট বড় একাধিক চুরির ঘটনা রয়েছে। তবে এখন পর্যন্ত চোর চক্রকে শনাক্ত করতে সক্ষম হয়নি পুলিশ। এতে করে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক। বিরাজ করছে চাপা ক্ষোভ। তাদের অভিযোগ এলাকায় বিভিন্ন মাদকব্যবসায়ী ও মাদকসেবিদের দৌরাত্ম বেড়েছে। তারাই এসকল অপকর্মের সাথে জড়িত। এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত জুন মাসের ২৪ তারিখে শেখপাড়া এলাকার জাফর ইকবালের বাসভবনের বারান্দার গ্রিল কেটে কালো রংয়ের হোন্ডা সিবি ও হিরো মোটরসাইকের দুইটি চুরি হয়। এর পরপরই গত ২৮ জুন কোরবানী ইদের আগের দিন সন্ধ্যায় শেখপাড়া এলাকার আলিমুল রাহমানের বাড়ির সামনে রাখা লিভো ১২৫ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র। এরপর এলাকার একটি ভাড়া বাসা থেকে ইবি থানার একজন এসআইয়ের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। সর্বশেষ গত শুক্রবার (১৮ আগস্ট) ভোর রাতে বারান্দায় গ্রিল ভেঙে দরজার বাহির থেকে ছিটকিনি দিয়ে শেখপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে সোহেলের রানার কালো ও লাল রংয়ের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চক্রটি। যার ইঞ্জিন নং-DHXCNB34525 এবং চেচিস নং-PSUAHCY2NTD79868।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, এলাকায় মাদকসেবী ও মাদকব্যবসায়ীদের দৌরাত্ম বেড়েছে। তারা এসকল কাজ করছে। বরাবর চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোন চোর শনাক্ত হয়নি। খুব দ্রুত এ চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমরা তো এই ব্যাপারে চেষ্টা চালাচ্ছি। থানায় মামলা নিয়েছি। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করছি।















