যশোরে নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

0
172
যশোরের বারান্দী মাঠপাড়ায় মমতাজ বেগম নামে এক নারীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর জখম ওই নারীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গুরুতর আহত মমতাজ বেগম ওই এলাকার সৈয়দ দেলোয়ার হোসেনের স্ত্রী।
থানায় লিখিত অভিযোগে জানা গেছে, রোববার রাতে শহরের বারান্দী মাঠপাড়া এলাকার সন্ত্রাসী শিমুল হোসেন, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান মনি ওরফে কসাই মনির ও তার স্ত্রী শ্যামলী বেগমসহ অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী মমতাজ বেগমসহ তার স্বামী সন্তানদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় সন্ত্রাসীরা মমতাজ বেগমকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় গুরুতর আহত মমতাজ বেগমের স্বজনরা জানতে পেরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here