চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়  ট্রাকের ধাক্কায় অটোরিকসার ২শ্রমিকের  মৃত্যু, আহত ৬

0
183
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধিঃচুয়াডাঙ্গার  আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার  আরোহী দু’ শ্রমিকের মৃত্যু  হয়েছে।এসময়  ৬ জন মারাত্নক জখম হয়েছে ।  ‌
আলমডাঙ্গার থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, সোমবার সকাল ৭ টায় আলমডাঙ্গার শিবপুর গ্রাম থেকে ৮ শ্রমিক কাজের জন্য মেহেরপুর গাংনী ঝোড়পাড়া গ্রামে যাচ্ছিলেন। এ সময় আলমডাঙ্গার  হাটবোয়ালিয়া বাজারে সোনালী ব্যাংকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই ট্রাক  অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৮ শ্রমিকই গুরুতর আহত হন। স্থানীয়রা ও হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে শিবপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে সাজিবুল (৫২) ও একই গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল (৪০)’ মৃত্যু  হয়।অন্যদিকে  আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ  আরও জানান, ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার গাড়ী ফেলে পালিয়ে গেছে।পুলিশ  ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প হেফাজতে নিয়ে গেছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here