ঝিনাইদহে বন্ধুর মোটর সাইকেল নিয়ে ঘুরতে যেয়ে মাসুম ( ২১) নামে এক যুবকের করুন মৃত্যু হয়েছে।

0
170
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার ফুরসুন্ধী ইউনিয়নের মিয়াকুন্ডু গ্রামের ইয়ারুল জোয়ারদারের ছেলে  মাসুম সে নারকেলবাড়িয়া  আমেনা খাতুন ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
এবিষয়ে মাসুদের বন্ধু হৃদয় জানান, ২০/০৮/২০২৩ইং রোববার আনুমানিক সন্ধা ৭টা ৪৫ মিনিটের সময় কুশবাড়ীয়া বাজার থেকে আমার পালসার মোটর সাইকেলটি নিয়ে ঘুরতে যায়।
হঠাৎ জরিপের হার্ডওয়ার দোকানের সামনে গেলে, নিজে নিজেই সাইকেল থেকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়।
প্রত্যক্ষদর্শিরা জানান, সেসময় স্থানীয়রা পার্শ্ববর্তী ডাক্তারের কাছে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় নারিকেল বাড়ীয়া বাজার ক্যাম্পের ইনচার্জ জানান, মোটর সাইকেল থেকে পড়ে মাসুদ নামে একজন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মাসুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বন্ধুরা বলেন মাসুম খুব ভালো ছেলে। ও ভালো মোটর সাইকেল চালাতে পারে না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here