পাইকগাছা : পাইকগাছায় বসতবাড়ীর মন্দিরের জায়গা নিয়ে বিরোধ। দানীয় সম্পত্তির মালিক কে প্রবেশে বাধা,প্রদান মারপিট করা সহ প্রদীপ ও ঠাকুরের চিনি ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সভাপতি গোপাল বাইনের বিরুদ্ধে। আবার উল্টো জমির মালিকদের নামে থানায় অভিযোগ দায়ের করেছে।
পাইকগাছার কৈয়াছিটিবুনিয়া গ্রামের মৃত্যু ললিত বাইনের পুত্র অজিত বাইন বলেন, আমাদের গ্রামের পূর্ব পাড়ার মন্দিরে পূজা পার্বনে বাধ্য আসলে আমার পিতা ললিত বাইনে কৈয়াছিটিবুনিয়া সার্বজনীন দূর্গা মন্দিরের নামে বি আর এস ২০১ দাগে ৩ শতক জমি গত ৮/১০/১২ তারিখে ৩০৪১/১২ দলিলে দান করেন। একই সাথে মনোরণ্জন ১৮৩ দাগে ২ শতক ও হরেন্দ্রনাথ ২০১ ও ১৫৯ দাগে ১.৭৫ শতক সহ মোট ৬.৭৫ শতক জমি মন্দিরের নামে দান করেন।কিন্তু মন্দিরের নামে দানীয় সম্পত্তির শ্রেণি ডোবা হওয়ায় আমাদের বসতবাড়ীর ১৬১ দাগের জমিতে পারিবারিক মন্দিরটি সার্বজনীন হিসাবে ব্যবহারের অনুমতি প্রদান করা হয়। শর্ত থাকে দানীয় সম্পত্তিতে মন্দির তৈরী করে বসবাসকৃত জায়গা ছেড়ে দিবে। কিন্তু বর্তমান কমিটিতে গোপাল বাইন সভাপতি হওয়ার পর আমার পরিবারের উপর চরম নির্যাতন শুরু করেছে। আমার সম্পত্তির উপর মন্দিরে আমাকে পূজা করতে দেয় না। মন্দিরটা তার পৈত্রিক সম্পত্তি মনে করে। এমন কি আমার পরিবারের কেউ মন্দিরে পূজা দিতে গেলে মারপিট করা সহ জীবন নাশের হুমকি অব্যহত রেখেছে। এছাড়া মন্দির ভাংচুর করে আমাদের নামে মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছে। তার হুমকির কারনে বসতবাড়ীর মন্দির সংলগ্ন অন্য জমিতেও যেতে পারছি না। সভাপতির বা তার পৈত্রিক কোন সম্পত্তি মন্দিরের নামে নাই। অথচ সে আমার বসতবাড়ীর সম্পত্তির উপর এসে আমার উপর খবরদারী করছে।আবার মন্দিরের টিন খুলে আমার বিরুদ্ধে অভিযোগ দায়েরের চেষ্টা করছে। মন্দিরের নামে যেখানে জমি দান করা হয়েছে সেখানে মন্দির তৈরী করে আমার বসবাসের জমি ছেড়ে দেওয়ার জন্য আমি পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেঃ ১২৯/২১ নং মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মন্দির কমিটিকে উক্ত বসতবাড়ীর সম্পত্তিে নিষেধাজ্ঞা প্রদান করেন। এর পর মন্দির কমিটির মহিত সরদার, খোকন মন্ডল, খোকন বন্দে,মনোরঞ্জন সরদারেরা আমার পরিবারের উপর চড়াও হয়ে উঠেছে। যে কোন সময় আমাদের মিথ্যা হয়রানি মূলক মামলা দায়ের সহ বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে।আমি অনুপায় হয়ে পুনরায় বিজ্ঞ আদালতে ২২৫/২৩ নং উচ্ছেদ মামলা দায়ের করি। এর পর অবৈধ দখলদাররা আমার উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে।















