মসজিদের ইমামকে কুপিয়ে জখম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

0
193
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কলামনখালী গ্রামের আকবর আলীর ছেলে  মাওলানা ও মাসজিদের  ইমাম  শাহিনুর রহমান শাহিন নিজ জমিতে গত ৬ই আগষ্ট  কৃষি কাজ করছিল। এমন সময়
 সন্ত্রাসী  হাসেম গং নেত্রীতে আকর্ষিক পেছন দিক থেকে  হামলা করে, আসামি জাহিদ, নেফাজ, তোফাজ, মতিয়ার, বাদশা, আল আমিন, টনি মন্ডল, রামদা ডাসা চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে  মাথা, হাত, পায়ে কোপাতে থাকে আসামিগন মাওলানা শাহিনের  মৃত ভেবে  মাঠের মধ্যে ফেলে রেখে চলে যাই।  পরে তার  পরিবারের লোকরা জানতে পেরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
মাওলানা শাহিনুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যর সাথে পাঞ্জা লড়ছে।
এদিকে আসামিরা আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
মাওলানা শাহিনের ভাই ডাঃ মফিজুর রহমান আকাশ  অভিযোগ করে বলেন আমার ভাই হাফিজুর রহমান কোন লেখাপড়া জানেনা।  কে বা কাহারা একটা মামলার এজাহার লিখে তার দিয়ে সহি করে নিয়েছে। আমি এর সুষ্ট বিচার চাই।  আমার ভাই হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছে আর আসামিরা জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।  এবং আমাদের মামলা তুলে নেবার জন্য  হুমকি দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here