মহেশপুরে ৭ দিনব্যাপী শ্রী কৃষ্ণের ঝুলন য়াত্রা উৎসব শুরু

0
171

সাইফুল ইসলাম, মহেশপুর,ঝিনাইদহ, অফিস ঃ- মহেশপুরে শনিবার থেকে শ্রী শ্রী রাধা বল্লভ মন্দিরে শ্রীপাট রাধাবল্লভ মন্দির প্রাঙ্গনে ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে প্রতি বছরের ন্যায় এবারও ৭দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে
শ্রী জয়ন্ত কুমার গাঙ্গুলী সভাপতিত্বে শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় তিনি জানান, প্রত্যহ সন্ধ্যা ৭.৩০ মিঃ হইতে নির্ধারিত অনুষ্ঠানসূচী অনুসারে পালা কীর্ত্তন পরিবেশন করবেন ভারত থেকে আগত কীর্ত্তনীয়া শ্রীমতি কবিতা ঘোঘ (২৪ পরগনা, ভারত)। শ্রীপাট রাধাবল্লভ মন্দিরে সাধারণ সম্পাদক শ্রী প্রবীর কুমার দাস তিনি অনুষ্ঠানের সময়সূচি উল্লেখ করেন শনিবারে পরিবেশন হবে “বনবিহার” রবিবারে “সুবল বেশ”সোমবারে “কৃষ্ণকালী” মঙ্গলবারে “গিরি গোবর্ন্ধন” বুধবার “রায় রাজা”বৃহস্পতিবার “নৌকা বিলাস”  এবং শুক্রবারে সমাপনীতে পরিবেশিত হবে “যুগোল মিলন”
উল্লোখ্য রাধা বল্লভ মন্দিরটি অতি পুরাতন মন্দির ঐতিহাসিক মতে শ্রীপাট মন্দিরে কোন এক সময় শ্রী কৃষ্ণে সহচাররা ধর্ম প্রচারে এখানে এসেছিলেন । এছাড়া পাশে অবস্থিত শিব মন্দিরটি ১০৫০ সালে আবিষ্কৃত, এই নিয়ে ইতিহাসবিদরা অনেক কাহিনী আলোকপাত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here