শালিখায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

0
203
শালিখা (মাগুরা) প্রতিনিধঃ মাগুরা’র শালিখায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপ (পুরুষ ও মহিলা)  ২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে (২০ আগষ্ট থেকে ৩১আগষ্ট) ১০ দিন ব্যাপি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (পুরুষ-মহিলা) ৬ষ্ঠ তম দিনে ভিডিপি প্রশিক্ষণার্থীদের নিয়ে নির্বাচনী মহড়া করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
শনিবার বেলা ১১.০০ টায় উপজেলার শতখালী ইউনিয়নের শতখালী দারুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে ভিডিপি প্রশিক্ষণ ক্লাসে নির্বাচন বিষয়ে এবং ভিডিপি (পুরষ ও মহিলা) সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ।  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন (বিনু) জানান, আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের দক্ষতার সহিত ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আমিনুর রহমান, শতখালী দারুল উলুম মাদ্রাসার সুপার মোঃ হাফিজুর রহমানসহ  ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও ইউনিয়ন প্লাটুন কামান্ডার সহ  ভিডিপি প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here