সদ‍্য সাময়িক বহিক্ষৃত সোনালী ব‍্যাংক ম‍্যানেজার আতিকুল ইসলামের অঢেল সম্পদ

0
163

স্টাফ রিপোর্টার:-  বিভিন্ন দুর্নীতির দায়ে সোনালী ব্যাংক চৌগাছা শাখার ম্যানেজার আতিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চেক জালিয়াতি, স্বাক্ষর জালিয়াতি, ভাউচার ছাড়া লেনদেন, এক হিসাবের অর্থ অন্য হিসাবে স্থানন্তর করা মাধ্যমে অর্থ আত্মসাৎ সহ নানাবিধ অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সাময়িক বহিষ্কারাদেশ সূত্রে জানা যায় স্বাক্ষর জালিয়াতি, চেক জালিয়াতি সহ বিভিন্ন পন্থায় ব্যাংকের অর্থ আত্মসাৎ করে সহপাঠীদের ফাঁসানোর অভিযোগে সোনালী ব্যাংকের (পিএলজি) উপরোক্ত কর্মকর্তার গত ১১-৫-২০২৩ তারিখের তদন্ত প্রতিবেদনে চৌগাছা ও ঝিকরগাছা শাখার ম্যানেজার আতিকুল ইসলামকে (সিনিয়র প্রোগামার) গত ২২ আগস্ট ২০২৩ ইং তারিখে ব্যাংকের চাকুরি হতে সাময়িক বহিষ্কার করেছেন। উল্লেখ‍্য আতিকুল ইসলাম ইতিপুর্বে যশোর সোনালী ব‍্যাংকের ম‍্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। সেই থেকে তিনি এই দূনীতি করে আসলেও কেউ কিছু বলার সাহস রাখেনি। কোন এক অলৌকিক শক্তির বল দেখিয়ে এসেছেন তিনি। কিন্তু শেষ রক্ষা পেলেন না তিনি। অবশেষে বন্ধি খাচায় আবাদ্ধ হয়ে গেলেন তিনি। সাময়িক বহিস্কার হলেও বিনা বেতনে কর্মসথলে বসে বসে দিন কাটাতে হবে তাকে। কোন প্রকার অন‍্যত্রে বা অন‍্য কোথাও যাওয়ার সুযোগ নেই তার। এদিকে অভিযোগ উঠেছে সাময়িক বহিস্কৃত ম্যানেজার আতিকুল ইসলাম অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলে নিজ ও বেনামে অঢেল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এরমধ্যে যশোর শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের মিরপাড়ায় অত্যাধুনিক ও বিলাসবহুল ৫ তলা বাড়ি নির্মাণ করেছেন। এছাড়া অংশীদারিত্বের ভিত্তিতে ঢাকা শহরের ভাসানটেক ও গাজীপুর জয়দেবপুর প্লট ক্রয় করেছেন। আতিকুল ইসলাম ময়মনসিংহের একটি অত্যন্ত গরিব ঘরের সন্তান। তিনি উরাপাড়া ও চৌগাছা শাখার ম্যানেজার হওয়ার পর যেন আলাউদ্দিনের চেরাগ হাতে পেয়েছেন। অভিযোগ উঠেছে স্থানীয় ব‍্যাংকের কিছু উদ্বোধন কর্তৃপক্ষের ছত্রছায়ায় থেকে তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছে। যার কারনে ইতিপূর্বে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি স্থানীয় কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here