বসুন্দিয়ায় ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর নেতৃত্বে শোক দিবস পালন

0
176
স্টাফ রিপোর্টার : মঙ্গলবার যশোরের বসুন্দিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ নির্বাচনী এলাকার দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
এদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় বসুন্দিয়া মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু।
বিশেষ অতিথি ছিলেন,যশোর সদরের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দুলাল, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি
শফিকুর রহমান শফিক, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ডাক্তার আব্দুল গণি খান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. ইমরান হোসেন, বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান মানিক, যুবলীগ নেতা রিপন হোসেন, বিপ্লব হোসেন, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাদ্দাম হোসেন টুলু, বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here