বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেলো বাবা-মেয়ের

0
147

 বাগেরহাট :বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ মোটরসাইকেলে থাকা স্ত্রী ও ছেলে মারাত্বক আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট পিলজংগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের ব্যবসায়ী সোহেল ফরাজী (৩৭) এবং তার মেয়ে নওরীন আক্তার (৫)। আর আহত হয়েছেন- সোহেলের স্ত্রী মিনি আক্তার (৩২) এবং ছেলে নওসীন ফরাজী (১০)।ফকিরহাট কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে জানান, সোহেল ফরাজী তার মোটরসাইকেলে স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে ওই রাতে খুলনা থেকে বাড়িতে যাওয়ার পথে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহেল ও তার মেয়ে মারা যান। আর স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করাসহ ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। ট্রাকচালক শাজাহান সরদার (৩৮) সাতক্ষীরা জেলা সদরের কাশেমপুর গ্রামের বাসিন্দা।নিহত সোহেলের নিকটাত্মীয় আলাউদ্দিন জানান, আহত মা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here