মহেশপুরে ছাউনি ছাড়াই যাত্রী ছাউনি উদ্বোধন,  দুইমাস পার হলেও ওই ঘর কোন কাজে আসেনি

0
183
সাইফুল ইসলাম, মহেশপুর,ঝিনাইদহ, অফিস : মহেশপুরের ফতেপুর ইউনিয়নের রাখালভোগা বাস স্ট্যান্ডে ছাউনি ছাড়াই গোলঘর উদ্বোধন করা হয়েছে। যার ফলে এলাকার মানুষের মাঝে হাস্যকর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা গেছে, এডিপির ২০২২-২৩ অর্থ বছরে রাখালভোগা বাস স্ট্যান্ডে একটি গোলঘর নির্মাণের বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের মেয়াদ শেষে গত জুন মাসে ওই কাজে টাকা উত্তোলন করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। এদিকে ছাউনি না থাকায় উদ্বোধনের দুই মাস পার হলেও ওই গোলঘর সাধারণ মানুষেমানুষের  কোন কাজে আসছে না।  ঠিকাদার ফলক হোসেন জানান, ওই গোলঘর নির্মাণে ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ইস্টিমেটে লোহার এঙ্গেলের মূল্য না ধরায় ওই গোলঘরের ছাউনির কাজ শেষ করা সম্ভব হয়নি।
উপ সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান জানান, এডিপির বরাদ্দে ওই গোলঘর নির্মাণ করা হয়েছে। তবে ইস্টিমেটে ছাউনির লোহার এঙ্গেলের দাম ধরা না হওয়ায় এখন পর্যন্ত ছাউনির কাজ অসমাপ্ত রয়েছে। তবে কিছু দিনের মধ্যে বাকি কাজ সমাপ্ত করা হবে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here