চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত হলেন ছেলে : মারাত্মক আহত বাবা

0
153
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ য‌শো‌রের চৌগাছায় বিদ‌্যুৎ স্পষ্ট হ‌য়ে ছে‌লে নিহত এবং বাবা মারাত্মক আহত হ‌য়ে‌ছে। রোববার সকা‌লে উপ‌জেলার চৌগাছা ইউ‌নিয়‌নের লস্করপুর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। প্রত‌্যক্ষদর্শীরা জানান রোববার সকা‌লে লস্করপুর গ্রা‌মের মঙল বিশ্বা‌সের ছে‌লে জাহাঙ্গীর আলম ও তার ছে‌লে শিমুল হো‌সেন চাচা‌তো ভাই‌দের বি‌চেলী কাটা মে‌শিন চে‌য়ে নি‌য়ে এ‌সে বি‌চেলী কাট‌ছিল।
এমতাবস্থায় ‌ছেড়াকাটা তা‌রের কার‌ণে হঠাৎ মে‌শিন‌টি বিদ‌্যুতা‌য়িত হ‌য়ে পড়ে । এ‌তে  শিমুল বিদ‌্যুৎ স্পৃষ্ট হ‌য়ে প‌ড়ে, তা‌কে বাঁচা‌তে গে‌লে জাহাঙ্গীর আলমও আক্রান্ত হয়। প‌রে বিদ‌্যুৎ সং‌যোগ বি‌চ্ছিন্ন ক‌রে  প্রতি‌বে‌শিরা তা‌দের‌কে চৌগাছা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যান। হাসপাতা‌লের জরুরী বিভা‌গে কর্তব‌্যরত চি‌কিৎসক তানভীর হাসান শিমুল‌কে  মৃত ঘোষণা ক‌রেন এবং জাহাঙ্গীর আলম‌কে য‌শোর ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে রেফার্ড ক‌রেন। চি‌কিৎসক ব‌লেন জাহাঙ্গীর আল‌মের অবস্থাও আশংকাজনক।
জাহাঙ্গীর আল‌মের ভাই‌পো আব্দুল গফুর জানান শিমুল জাহাঙ্গীর আল‌মের একমাত্র পুত্র সন্তান এছাড়া তার আরও দু‌টি কন‌্যা সন্তান র‌য়ে‌ছে। তি‌নি আ‌রো ব‌লেন মৃত শিমুল হো‌সেন সিংহঝু‌লি আ‌লিম মাদ্রাসায় কিছু‌দিন লেখাপড়া ক‌রে‌ছিল। এ‌দি‌কে এ মর্মা‌ন্তিক ঘটনায় এলাকার মানু‌ষের মা‌ঝে শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে। চৌগাছা সদর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও লস্করপুর গ্রা‌মের বা‌সিন্দা আবুল কা‌শেম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here