মাহমুদ হাসান রনি,দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদা মডেল থানা পুলিশ ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে।
শনিবার রাতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ আলমগীর কবীরের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রিয়াজুল ইসলাম ও এএসআই(নিঃ)মোঃ দিরাজ আলী সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন গোবিন্দহুদা গ্রামে এক অভিযান চালায়।এসময় একটি আম বাগানে ধারে গোবিন্দপুর গ্রামের বিলপাড়ার ফেলু মন্ডলের ছেলে মোঃ জমির হোসেন জগা (৪৫)কে ১৫ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। গ্রেফতার কৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।















