নড়াইলে যৌতুক মামলায় ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

0
206
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে পুলিশের অভিযানে ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার।
যৌতুক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি শ্রীকান্ত বিশ্বাস(২৮) কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সে নড়াইল সদর থানার চরবিলা গ্রামের অনিক বিশ্বাস এর ছেলে। রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ পরিদর্শক ওবাইদুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সিরাজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন চরবিলা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন  নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here