সাইফুল ইসলাম,মহেশপুর,ঝিনাইদহ,অফিস : মহেশপুর প্রেসক্লাবে ৫নং ওয়ার্ডের, ১২ নং আজমপুর ইউপি সদস্য সবুর খাঁন সৎ মাতা, সৎ বোন ও ভাইয়ের বিরুদ্বে জোর পূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মোলন করেন
রবিবার সকালে মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের মৃতঃ আঃ মজিদের বড় ছেলে সবুর খাঁন মহেশপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলেন করেন। সাংবাদিক সম্মোলনে সবুর খাঁন বলেন, তার সৎ মাতা, সৎ বোন ও ভাই এর কাছে টাকা ও জমি পাবে এই নিয়ে স্থানীয় ভাবে শালিস হলে তাকে ২ লক্ষ টাকা দেওয়ার সিন্ধান্ত হয় টাকা না দিয়ে উল্টো স্ট্যাম্প জালিয়াতি করে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তিনি আরো বলেন তার সৎ কাছে ১ লাখ ৬০ হাজার টাকা পাওনা থাকলেও না দিয়ে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। বর্তমানে তাকে বিভিন্ন হয়রানি করায় সে বাড়িতে যেতে পারছে না তাই উর্ধতন কর্মকর্তা হস্তাক্ষেপ কামনা করছি।
রবিবার সকালে মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের মৃতঃ আঃ মজিদের বড় ছেলে সবুর খাঁন মহেশপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলেন করেন। সাংবাদিক সম্মোলনে সবুর খাঁন বলেন, তার সৎ মাতা, সৎ বোন ও ভাই এর কাছে টাকা ও জমি পাবে এই নিয়ে স্থানীয় ভাবে শালিস হলে তাকে ২ লক্ষ টাকা দেওয়ার সিন্ধান্ত হয় টাকা না দিয়ে উল্টো স্ট্যাম্প জালিয়াতি করে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তিনি আরো বলেন তার সৎ কাছে ১ লাখ ৬০ হাজার টাকা পাওনা থাকলেও না দিয়ে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। বর্তমানে তাকে বিভিন্ন হয়রানি করায় সে বাড়িতে যেতে পারছে না তাই উর্ধতন কর্মকর্তা হস্তাক্ষেপ কামনা করছি।















