অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ বাতিল ও মজুরি বোর্ড গঠন করে বাঁচার মতো নিম্নতম মূল মজুরি নির্ধারণের দাবিতে যশোর শহরে বিক্ষোভ মিছিলসহ প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত

0
148

প্রেস বিজ্ঞপ্তি : অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ বাতিল ও মজুরি বোর্ড গঠন করে বাঁচার মতো নিম্নতম মূল মজুরি নির্ধারণের দাবিতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় কর্মসূচি আজ ০৪/০৯/২০২৩ সোমবার বিকাল সাড়ে ৫টায় যশোর শহরে বিক্ষোভ মিছিল করে প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের যশোর জেলা কমিটির উদ্যোগে প্রেসক্লাবের সামনে মুজিবর রহমান মহারাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরণ সরকার ও জাতীয় ছাত্রদল যশোর জেলার যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ। পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জিহাদ। সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের চলমান উর্ধ্বমুখী বাজার আরো চড়া হওয়ার আশঙ্কা যেখানে বিদ্যমান এবং দেশের সমস্ত শ্রমজীবী ও মেহনতি মানুষ নিদারুণ কষ্টে দিন পার করছে, সেখানে হোটেল শ্রমিকদের রয়েছে ন্যূনতম মজুরি ও চাকরিচ্যুতির আশংকা। এমনিতেই সারা বছর চাকরির অনিশ্চয়তা, সময়মত বেতন না পাওয়া, অতিরিক্ত কর্ম ঘন্টা, আইন অনুযায়ী পাওনা পরিশোধ না করে চাকুরিচ্যুত করা, স্বাস্থ্য সম্মত কর্মপরিবেশ ও থাকা খাওয়ার সু-ব্যবস্থা না থাকা, কথায় কথায় বিনা কারণে চাকুরিচ্যুত করা, নিয়োগপত্র-পরিচয়পত্র না দিয়ে শ্রম আইনগত সুবিধা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা এবং শারীরিক ও মানসিক নির্যাতন ইত্যাদি নানান রকম সমস্যা-সংকট নিয়ে হোটেল শ্রমিকদের জীবন-জীবিকা চালাতে হয়। এমতাবস্থায় সরকার অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ এনে শ্রমিকদের ন্যূনতম অধিকারটুকুও হরণের পাঁয়তারা করছে। দেশের প্রায় ৩০ লক্ষ শ্রমিক ও তার পরিবার-পরিজন নিয়ে এই বিশাল জনগোষ্ঠি অনাহারে-অর্ধাহারে, বিনা চিকিৎসায়, বাসস্থান, শিক্ষা ইত্যাদিতে জর্জরিত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত রয়েছে। ইতিমধ্যে সরকার গতকাল গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে তা শ্রমিকদের জন্য ‘মরার উপরে খাড়ার ঘাঁ’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here