যশোরে অস্ত্র, গুলি ও চাকুসহ  যুবক আটক 

0
196
যশোর অফিস  ; যশোরে অস্ত্র, গুলি ও চাকুসহ সোহান হোসেন ওরফে তামিম নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটক তামিম  সদর উপজেলার কায়েতখালী গ্রামের জাকির হোসেনের ছেলে।
ডিবি পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার গভীর রাতে তারা খবর পায় কায়েতখালী গ্রামের একটি বাড়িতে দু’ সন্ত্রাসী অবস্থান করছে। তাদের কাছে অস্ত্র ও গুলি রয়েছে। তাৎক্ষণিক উপ- পরিদর্শক (এসআই) নুর ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেনের সমন্বয়ে একটি টিম ওই এলাকার সফিয়ার রহমান মোল্লার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়িতে ভাড়া থাকা ইসরাইল হোসেন নামে এক যুবক পালিয়ে যায়। আটক করা হয় সোহান নামে আরেক যুবককে। এরপর সোহান ইসমাইলের ঘরের আলমারি থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও তিনটি চাকু বের করে দেয়। এ ঘটনায় থানায় মামলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here