যশোর ডিবি পুলিশ ৪৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক

0
182
যশোর অফিস যশোর ডিবি পুলিশ ৪৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে। এরা হলো, বাগাদুরপুর মেহগুনিতলা শেখ কামাল উদ্দিনের ছেলে শেখ রাহাত মাহমুদ (৩৭) এবং পূর্ববারান্দীপাড়ার আব্দুল গফুরের ছেলে ইমন হাসান রাকিব (৩০)।
ডিবির এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে খালধার রোডস্থ লোন অফিসপাড়ার আশরাফ আলীর তৃতীয়তলা বাড়িতে পৌছালে আসামিরা পালানোর চেষ্টা করে। রাকিব পালিয়ে গেলেও রাহাতকে আটক করা হয়। পরে সেখান থেকে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে দড়াটানা থেকে রাকিবকে আটক করা হয়। তারা স্বীকার করেছে ওই বিল্ডিং এ ইয়াবা কেনাবেচা করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here