যশোরে মোটরসাইকেল ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

0
435

নিজস্ব প্রতিবেদক, যশোর :যশোরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল ওহাব (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বুধবার (৬ সেপ্টেম্বর) ঝিকরগাছার মোহিনীকাটি বটতলা বাজারে এ ঘটনা ঘটে৷আব্দুল ওহাব মোহিনীকাটি গ্রামের বাসিন্দা ও পানিসারা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।পানিসারা ইউপির ৮ ওয়ার্ডের সদস্য সেলিম রেজা বলেন, দুপুরের দিকে আব্দুল ওহাব রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঝিকরগাছাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার ওপরে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। তখন মোটরসাইকেল চালক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে বাড়িতে রেখে যান। এরপর বাড়িতে তার মৃত্যু হয়।ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, এমন কোনো অভিযোগ এখনো পাইনি। তবে বিষয়টি খোঁজখবর নিতে পুলিশ পাঠাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here