কায়েমকোলার সন্তোষনগরে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্ট যশোরের আরিজপুরকে ৩-০ ব্যবধানে হারিয়ে শুভ সুচনা চৌগাছার সীমান্ত ফুটবল একাদশের

0
442

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের কায়েমকোলার সন্তোষনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্ট উড়ান্ত সুচনা করেছেন চৌগাছার সীমান্ত ফুটবল একাদশ। বুধবার অনুষ্ঠত খেলায় তারা যশোরের আরিজপুর ফুটবল একাদশকে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছেন।
খেলার শুরুতে দুই দলের খেলোয়াড়রা আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলতে থাকেন। তবে গোল পেতে বেশি দেরি করতে হয়নি চৌগাছার সীমান্ত ফুটবল একাদশকে। প্রথমার্ধের ১০ মিনিটে সীমান্ত ফুটবল একাদশের স্টাইকার স্বপন কুমার দূর্দন্ত এক গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেয়। একটি গোল করার পরপরই যেন দ্বিগুন মনোবল বেড়ে যায় চৌগাছার সীমান্ত ফুটবল একাদশের খেলোয়াড়দের। তারা আক্রমনের গতি আরও বাড়িয়ে দেয়। একের পর এক আক্রমন করে কোনঠাসা করে ফেলে যশোরের আরিজপুর ফুটবল একাদশকে। এরই মধ্যে খেলার ১৮ মিনিটে তপর কুমার আরও একটি গোল করে দলকে ২-০ তে এগিয়ে নেয়। খেলার ২৩ মিনিটে বিজয়ী দলের খেলোয়াড় জুয়েল রানা কর্ণার কিকের বল প্রতিপক্ষের জালে জড়িয়ে ৩-০ তে এগিয়ে থেকে বিরতীতে যায়।
বিরতীর পর আরিজপুর ফুটবল একাদশ গোল পেতে মরিয়া, তারা এক প্রকার প্রতিপক্ষকে চেপে ধরে। অসংখ্য সুযোগও তৈরী করেন আরিজপুর ফুটবল একাদশ। তবে চৌগাছার সীমান্ত ফুটবল একাদশের খেলোয়াড়রা রক্ষনাত্মক খেলা করার কারনে কোন গোলের দেখা পাইনি আরিজপুর ফুটবল দলের খেলোয়াড়। দ্বিতীয়ার্ধ গোল শুন্য পার করে ৩-০ জয় নিয়ে মাঠ ছাড়েন চৌগাছার সীমান্ত ফুটবল একাদশের খেলোয়াড়রা। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আক্তারুজ্জামান।
জয়ের ধারা অব্যহত রাখায় সীমান্ত ফুটবল একাদশের সকল খেলোয়াড়দের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here