চৌগাছা পৌর প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলার ৪নং ধূলিয়ানী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রায় ৩ শতাধিক প্রয়াত আ.লীগ নেতাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামারুজ্জামান, ইউপি চেয়ারম্যান এস এম মোমিনুর রহমান, সহ-সভাপতি এস এম আব্দুস সবুর,ফারুক আহম্মেদ কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান খান, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এইচ এম ফিরোজ, ছাত্রনেতা বিএম তানভীর ফাহিম।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রোকনুজ্জামান, নজরুল ইসলাম,মিজানুর রহমান,যুগ্ম সম্পাদক বিশ্বনাথ বসু,সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ,গোলাম মোস্তফা,উপজেলা যুব মহিলালীগের সহ-সভাপতি রিপা ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন হোসেনসহ ইউনিয়নের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা বেলাল হুসাইন। উপস্থিত সকলের মাঝে অনুষ্ঠান শেষে রান্না করা খাবার বিতরণ করেন।















