নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয যশোর জেলায় সারাদেশের কারাতে কোচদের সেমিনার আয়োজনের জন্য জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, এর সাথে বৈঠক সম্পন্ন এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক এ বি এম আখতারুজ্জামান, বাংলাদেশ কারাতে টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেনসী এ বি রনি, সাধারন সম্পাদক সেনসী আলমগীর হোসেন, সাবেক জাতীয় কারাতে চ্যাম্পিয়ন সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সিনিয়র কারাতেকা ও যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, যশোর জেলা প্রতিনিধি, কারাতে টিচার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ও যশোর জেলা ক্রীডা সংস্থা কারাতে পরিষদের যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল, জেলা ক্রীড়া সংস্থার কারাতে পরিষদের সদস্য মিরাজুল কবির টিটো,খুলনা জেলা কারাতে কোচ রফিকুল ইসলাম রফিক, সহ নেতৃবৃন্দ















