যশোর রাজারহাটে দুই যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত

0
168
আহত,,,,নয়ন হোসেন (২০) পিং হাফিজুর রহমান সাং আবাদ কচুয়া ইউসুফ (২১) পিং আঃ ছত্তার সাং ঐ, সন্ত্রাসী _ রুম্মান (২২) পিং ইউনুছ আসিফ (২১) পিং লিয়াকত , আবু তালহা ( ১৯) পিং সুমন সহ ৮/১০জন হামলা কারি সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে দুই যুবক কে হত্যার চেষ্টায় ছুরিকাঘাত করে।
ঘটনার বিবরণ ঃ- স্থানীয় নেতার মিছিল সমাবেশ না মাওয়া সূত্র ধরে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যকলাপ করে, ভিকটিম জানায় প্রতিদিনের নরম পুলের হাট আদ্বীন হসপিটালে যাওয়ার পথে সন্ত্রাসী আসিফ ও রুম্মান সহ ৮/১০ জন সন্ত্রাসী রাজারহাট বাজারে ভিকটিমদের গতি রোধ করে জনসমক্ষে প্রকাশে দেশিও অস্ত্র দিয়ে ভিকটিমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, আহত ভিকটিম রক্তত্ব অবস্থায় মাটিতে লুটে পড়ে গেলে পরে স্থানীয়রা উদ্ধার যশোর সদর হাসপাতালে সন্ধ্যা ০৬-৪৫ মিনিটে ভর্তি করে দেয়।।।
ভিকটিমের বড় মোঃ নিরবফোন নাম্বার __01947-847913

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here