চুয়াডাঙ্গায় রযেল পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

0
154
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুযাডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বাস চাপায় মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
 চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের মানিকদিহি পাড়ার জবেদ আলীর ছেলে চানাচুর বিক্রেতা  আলামিন হোসেন (২৫)
 সরোজগঞ্জ বাজার থেকে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময়
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের পাঁচমাইল বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রয়েল পরিবহনের একটি বাস তার মোটর সাইকেলকে ধাক্কা মারে ও চালক দ্রুতগতিতে বাসসহ পালিয়ে যায়।  এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক মারা যায়।খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল আরও জানায়, দুর্ঘটনার পর চালাক বাস নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here