চৌগাছার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সবুজ

0
181

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন সাহিদুজ্জামান সবুজ। তিনি উপজেলার স্বরূপদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
এছাড়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিক (নারী) সিংহাঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা খাতুন। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিক (নারী) নির্বাচিত হয়েছেন মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহামুদা আক্তার। শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন সিংহাঝুলী ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিছার আলী। শ্রেষ্ঠ কাব শিক্ষক চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম, শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে বেড়গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন পুড়াহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তালাৎ মাহামুদ। এছাড়া উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী শরিফুল ইসলাম শ্রেষ্ঠ কর্মচারী হয়েছেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গত সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা কমিটির সভাপতি ইরুফা সুলতানার নেতৃত্বে কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা ইউআরসি’র ইন্সট্রাক্টর আজহারুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা হায়দার আলী ও রাশিদুল ইসলাম মৌখিক পরীক্ষা ও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। পরে ফলাফল ঘোষণা করা হয়।
যাচাই-বাছাই কমিটি শিক্ষকদের একাডেমিক ফলাফল, প্রযুক্তি ব্যবহার, মাল্টিমিডিয়া শ্রেণি পাঠদানে পারদর্শিতা, শিখন শেখানো কৌশল দক্ষতা, প্রশিক্ষন লব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ, যোগ্যতাভিত্তিক পাঠদান ও পাঠদানে আকর্ষণীয় উপকরন ব্যবহার ও অন্যান্য বিশেষ কৃতিত্বের উপর ভিত্তি করে এ বাছাই প্রক্রিয়া
সম্পন্ন করে।
সূত্রে জানা গেছে সাহিদুজ্জামান সবুজ যশোর সরকারি এম.এম কলেজ থেকে ২০১২ সালে হিসাববিজ্ঞানে স্নাতোকত্তর শেষ করে ২০১৬ সালের ১৭ জানুয়ারি স্বরূপদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।
স্বরূপদাহ গ্রামের স্থায়ী বাসিন্দা সবুজের পিতা মৃত সমান গনি ছিলেন পশ্চিম স্বরুপদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তার মা’ একই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। একমাত্র ছোট ভাই সোহেল অক্তার কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। সবুজের স্ত্রী বাটিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। প্রত্যেক স্বীকৃতিই কাজের গতিকে বৃদ্ধি করে। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে আমার দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেলো। আমার এই অর্জন নিশ্চয় শিক্ষার্থীদের পাঠদানে কর্মস্পৃহা বাড়াবে। প্রাথমিক শিক্ষা পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন আমার এ সাফল্য ও মেধা কাজে লাগিয়ে ভবিষ্যতে প্রাথমিক শিক্ষায় যাতে আরো বেশি অবদান রাখতে পারি এবং প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here