ঝিকরগাছায় ১২বছরের এক শিশু নিখোঁজের ঘটনায় জিডি 

0
172
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।। যশোরের ঝিকরগাছার পল্লী থেকে অয়ন (১২) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঝিকরগাছা সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। অয়ন ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে। এ ঘটনার সোমবার ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অয়নের পিতা হাফিজুর রহমান। যার নং ৫৭৫, তাং-১১/০৯/২০২৩ ইং। জিডি সুত্রে জানাগেছে, সৎ মায়ের সংসারে থাকা  অয়ন এদিন সন্ধ্যায় শ্রীরামপুর বাজারে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুজি করেও অয়নের সন্ধ্যান না পেয়ে থানায় জিডি করা হয়েছে বলে তার পিতা হাফিজুর রহমান জানিয়েছেন। অয়নের মুখমন্ডল লম্বাটে, গায়ের রং শ্যামলা, চোখ টানাটানা, উচ্চতা ৪ফুট এক ইঞ্চি। কেউ সন্ধান পেলে পিতা হাফিজুর রহমানের ০১৭৪৩-১৩২৬৬১ মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নিখোঁজ অয়নের পিতা হাফিজুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here