ঝিনাইদহ হাইওয়ে পুলিশের মারধরে আহত ইজিবাইক চালক আক্কাচ হাসপাতালে ভর্তি

0
151
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ  শহরের বাস টার্মিনাল এলাকায় আক্কাস আলী নামে এক ইজিবাইক চালককে থামতে বলেছিল হাইওয়ে পুলিশ।
কিন্তু তিনি থামেননি এই অপরাধে হাইওয়ে পুলিশের এক কনস্টেবল  ইজিবাইকের চাবি কেড়ে নিয়ে তার নাকে ঘুষি মেরে আঘাত করে এতে তিনি রক্তাক্ত হয়। আক্কাস আলীর বাড়ি মাগুরার দেফলিয়া গ্রামে। তার পিতার নাম আব্দুল আজিজ মন্ডল। বিকাল সাড়ে তিনটার সময় এই ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে আক্কাস আলীকে ফরহাদ নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবল ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ঝিনাইদাহ এর হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান বলেন যে কনষ্টেবল অপরাধ করেছে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।
আহত ইজিবাইক চালক  আক্কাস আলী  সাংবাদিকদের কাছে বলেন  পেটের জ্বালায় ইজিবাইক চালিয়ে জীবীকা নির্বাহ করছি। কোন চুরি করছি না। হায়ওয়ে পুলিশ আমাদের খুব বিরক্ত করে।
 হাইওয়ে পুলিশ আমাকে থামতে বলে।  আমি প্রথমে বুঝতে পারেনি। একটু দুরে গিয়ে  ইজিবাইক থামায়,  সঙ্গে সঙ্গে পুলিশ এসে আমার ইজিবাইকের চাবি নিয়েই আমাকে নাকে, মুখে ঘুষি মাতে থাকে। আমি রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে।  আমাকে হাসপাতালে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here