প্রথমা প্রকাশনের উদ্যোগে যশোরে ৬ দিনব্যাপী বইমেলা শুরু

0
163

নিজস্ব প্রতিবেদক, যশোর :যশোরে ছয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। প্রথমা প্রকাশনের উদ্যোগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে যশোর ইনস্টিটিউট পাঠকক্ষে অষ্টমবারের মত এই মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন ঘোষণা করেন যশোরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক ড. মোস্তফিজুর রহমান।উদ্বোধনী বক্তব্যে শিক্ষাবিদ মোস্তফিজুর রহমান বলেন, বইয়ের প্রতি মানুষের যে ভালোবাসা বা চাহিদা রয়েছে সেটা প্রথমার বইমেলা দেখলে বোঝা যায়। ফেসবুক-ইউটিউবে মানুষ আসক্ত হলেও বই ছাড়েনি। বই হলো জ্ঞানের ধারক ও বাহক।অনুষ্ঠানের শুরুতে সৈয়দ শামসুল হকের লেখা ‘আমার পরিচয়’ কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার বন্ধু হামিদা হিমু।স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা জয়তী সোসাইটির পরিচালক বেগম রোকেয়া পদকজয়ী অর্চনা বিশ্বাস, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাকির হোসেন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ যশোরের সাধারণ সম্পাদক শুভঙ্কর গুপ্ত।অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো যশোর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সুমন রেজা। আলোচনার মাঝে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার বন্ধু খন্দকার রুবাইয়া।অনুষ্ঠানে প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, এই মেলায় আড়াই হাজার ধরণের বিভিন্ন লেখকের সাত হাজারের বেশি বইয়ের সমাহার ঘটানো হয়েছে। যশোরে অষ্টমবারের মত এবার প্রথমা প্রকাশনের বই মেলা হচ্ছে। প্রতিবারই বইয়ের ক্রেতাদের ব্যাপক সাড়া পড়ে। করোনা পরবর্তী গত বছর বইমেলায়ও দুই লাখ টাকার বই বিক্রি হয়েছে। এবারো বইয়ের বিক্রি ভালো হবে বলে আশা করছি।প্রথমা প্রকাশন ও দেশি-বিদেশি বইয়ের বিশাল সমাহার নিয়ে মেলা শুরু হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে। মেলা থেকে বিশেষ ছাড়ে বই কেনার সুযোগ রয়েছে। প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৬০ ও অন্যান্য প্রকাশনীর বই ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হচ্ছে। এছাড়া ভারতীয় বইয়ের ক্ষেত্রে এক রুপির বিপরীতে এক টাকা ৫০ থেকে ৮০ পয়সা দরে বই কেনা যাচ্ছে।বক্তারা বলেন, বই মানুষের মনজগতে ইতিবাচক পরিবর্তন ঘটায়। তাই এই প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করাতে পরিবার থেকেও উদ্যোগ নিতে হবে। মানুষের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টির চ্যালেঞ্জ নিয়েছে প্রথমা প্রকাশন। দেশে যত মেলা হয় তারমধ্যে সবচেয়ে ভালো মেলা হচ্ছে বইমেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here