মনিরামপুর মানসিক ভারসাম্য হীন অজ্ঞাত এক মহিলার দীর্ঘদিন মানবেতর জীবন যাপন প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছে এলাকাবাসী

0
164

জাহিদ,মনিরামপুর(পৌর) প্রতিনিধিঃ- যশোরের মনিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়নের ভান্ডারিয়া মোড়ের আশেপাশে আনুমানিক দীর্ঘ ৭/৮ মাস রাস্তার পাশে খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন এক মহিলা বয়স অানুমানিক (৪০-৫০) অবম্হান করছে।মহিলাটি কখনো কখনো বস্ত্রহীন অবম্হায় থাকেন এবং কখনো রাস্তার মাঝখানে কখনো রাস্তার পাশে শুয়ে থাকতে দেখা যায়। মহিলাটি যখন বস্ত্রহীন অবস্হায় থাকে তখন সামাজিক ভাবে বিষয়টি দৃষ্টি কটু দেখায়।উল্লেখ্য এই রাস্তাদিয়ে প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী নিজে এবং অবিভাবকদের সাথে স্কুল কলেজে যাতায়াত করে থাকেন।পুলের হাট থেকে রাজগন্জ  মেইন রোড ভায়া ভান্ডারিয়া মোড় দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে এটি একটি ব্যাস্ততম সড়ক বিধায় যেকোন মুহুর্তে প্রাননাশের মত দূর্ঘটনা ঘটতে পারে।উক্ত মহিলা বর্তমানে ভান্ডারিয়া মোড়ের দক্ষিণ পাশে অাবিয়ান ফার্নিচারের সামনে রাস্তার পাশে অবম্হান করছে।আবিয়ান ফার্নিচারের মালিক রবিউল ইসলাম জানান আমার দোকানের সামনে এই মহিলা আনুমানিক ৩/৪ মাস অবস্হান করছে।উক্ত মহিলাকে নিয়ে রবিউল ইসলাম সহ আশেপাশের লোক জন সব সময় অাতংকে রয়েছেন। তিনি অনেক সময় চলন্ত গাড়ি সামনে এসে দাড়ান।এই ঘটনা স্হানীয় অনেকেই জানে কিন্তু কেউ তাকে সাহায্যের জন্যে এগিয়ে আসেন নাই।অবশেষে ঘটনাটি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্হা মনিরামপুর উপজেলার প্রধান উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার(অবঃ) মোঃ ইউনুছ আলীর নজরে আসলে তিনি প্রশাসনের দৃষ্টি অাকর্ষন করেন এবং তার প্রকৃত পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তর অথবা সরকারি পূনঃবাসন করার দাবি জানিয়েছেন এবং অত্র এলাকার মহাসিন,সুজন,আব্দুল্লাহ সহ অনেকেই একই দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here