ধানের সাথে শত্রুতা…… পচননাশক স্প্রে করে ৪২ শতক জমির ধান নষ্ট করলো দুর্বৃত্তরা

0
168

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছার সীমান্তে এক কৃষকের ৪২ শতক জমির ধানে কে বা কারা পচননাশক স্প্রে করে সমুদয় ধান নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক বুক স্বপ্ন নিয়ে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদনে রাত দিন পরিশ্রম করছেন, সেই স্বপ্ন নিমিশেই শেষ করে দিয়েছে দূর্বৃত্তরা। এই জঘন্য কাজের সাথে যারাই জড়িত তাদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীসহ এলাকাবাসি।
চৌগাছা-মহেশপুর সীমান্তে অবস্থিত ডাঃ সাইফুল ইসলাম কাঠগড়া ডিগ্রী কলেজ। অনেকে পুড়াপাড়া কাঠগড়া কলেজ বলেও চেনেন। এই কলেজের গা ঘেষে পশ্চিম পাশে ৪২ শতক জমি আছে মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে কৃষক জহির রায়হানের। প্রতি বছর সমুদয় জমিতে যে পরিমান ধান উৎপাদন হয় তাতে বছরের মোট চালের অর্ধেক ঘরে আসে। চলতি আমন মৌসুমে কৃষক জহির রায়হান সমুদয় জমিতে বি-৫১ উন্নত জাতের ধান চাষ করেন। ইতোমধ্যে ধানে থোড় চলে এসেছে। ভালো ফলন হবে, সেই ধান হতে কিছু বিক্রি করে সংসারের অন্য খরচ বহন করবে এ ধরনের নানা স্বপ্নে বিভোর ছিলেন কৃষক জহির রায়হান। কিন্তু সম্প্রতি এক রাতে কে বা কারা পচননাশক বিষ সমুদয় ধান ক্ষেতে স্প্রে করে সব ধান মেরে ফেলেছে। প্রথমে ধানের গাছ হলুদ রং ধারন করে এরপর দু’একের মধ্যে প্রতিটি গাছ পচে গলে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় চাষিসহ মহেশপুর উপজেলা কৃষি অফিসও ঘটনাস্থল ওই মাঠ পরিদর্শন করেন এবং সকলেই এই ঘৃন কাজের জন্য ধিক্কার জানান।
ভুক্তভোগী কৃষক জহির রায়হান কাউকে সরাসরি দোষারোপ না করলেও আবেগ জড়িত কন্ঠে বলেন, আমরা গরিব মানুষ বেঁচে থাকার অবলম্বন মাঠের এই ফসলি জমিটুকু। এই জমির সামনের পাশ হতে ১৭ শতক জমি দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষ দাবি করে আসছেন। আমি তাদের প্রস্তাবে রাজি হয়নি। এ কারনে কলেজ কর্তৃপক্ষ না কি, তৃতীয় কোন পক্ষ আমার ধান ক্ষেত নষ্ট করেছে আমি বলতে পারছি না। তবে যারাই এই কাজটি করেছে তারা পরিকল্পিত ভাবেই করেছে।
ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ বলাই চন্দ্র পাল বলেন, কে বা কারা জমিতে বিষ দিয়ে ধান নষ্ট করেছে তা বলা মুশকিল। তবে ৪২ শতক জমির মধ্যে ২৫ শতক জমি হচ্ছে কলেজের নামে। আমি ২৫ শতক জমি কাটা তারের বেড়া দিয়ে দখলে রাখি কিন্তু ছুটির দিন এলেই জহির ওই বেড়া কেটে সেখানে চাষাবাদ করে। দলিল যার জমি তার, যেহেতু দলিল কলেজের নামে এ কারনে আমরা ওকে বাধা দেয়নি ও চাষাবাদ করছে, কিন্তু হঠাৎ করে দেখি ধান ক্ষেতে বিষ দিয়ে সমুদয় ধান নষ্ট করা হয়েছে এটি খুবই দুঃখজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here