চৌগাছায় গর্তে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

0
279

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় গর্তে পড়ে হুসাইন কবির নামের ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টার দিকে স্বরুপদাহ ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু কবির ওই গ্রামের মফিজুর রহমানের ছেলে।
নিহত শিশুর ফুপাজি সোলায়মান হোসেন জানান, শনিবার বেলা ১১ টার দিকে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হুসাইন বাইরে খেলা করছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন মা। কিন্তু কোথাও পাওয়া যায়নি। একপর্যায় বাড়ির পাশের একটি গর্তে হুসাইনকে উপুড় হয়ে দেখতে পান পরিবারের লোকজন। এ সময় দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এই ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here