৪৮ বছর পর মুক্তিযোদ্ধা সাহাবারের মৃত্যু বার্ষিকী পালন

0
178

স্টাফ রিপোর্টার, : বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ সাহাবার রহমান এর ৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে যশোর সদরের হাসিমপুর বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ব-পরিবারে হত্যার পর তৎকালীন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সাহাবার রহমানকে ধরে নিয়ে যশোর সেনানিবাসে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। ১৭ সেপ্টেম্বর তার লাশ পাওয়া যায় যশোর শহরের বারান্দিপাড়ার ব্রিজের পাশে। দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তালেব বিশ^াস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও শেখ আসাদুজ্জামান সক্কু। বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর এই দেশে অনেক মানুষকে হত্যা করা হয়। তারই অংশ হিসাবে যশোরে সেই সময় মুক্তিযোদ্ধা ও যুবলীগের প্রভাবশালী নেতা সাহাবার রহমানকে হত্যা করা হয়। এই ৪৮ বছর ধরে কেউ তাকে স্মরণ করেনি। এবারই প্রথম তার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here