কালিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টিকারী শিশু ধর্ষনকারী গ্রেফতার

0
148
মোঃ বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল জেলার কালিয়া থানাধীন একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীর পড়াশুনা করে। শিশু গত শুক্রবার  সকালে মা কে খুঁজতে বাড়ির থেকে বের হয়। গ্রামের সড়ক  দিয়ে যাওয়ার সময় শিশু কে একা পেয়ে বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির কান্নাকাটি ও ডাক চিৎকার শুনে  স্থানীয় লোকজন এগিয়ে আসলে রক্তাক্ত অবস্থায়  রেখে ধর্ষণকারী পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে স্বজনদের খবর দেন এবং রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পে উক্ত স্পর্শকাতর ও মর্মান্তিক ঘটনা সম্পর্কে অবহিত হয়ে তাৎক্ষণিক একটি গোয়েন্দা তৎপরতা অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন সহ ছায়া তদন্তের মাধ্যমে শিশুটির  সাহায্যে ধর্ষণকারীকে সনাক্ত করে।
রবিবার র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল উক্ত তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানাধীন বারইহাটি এলাকায় অভিযান করে চাঞ্চল্যকর ও স্পর্শকাতর  শিশু ধর্ষণকারী  সামিরুল (২২), কে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করে ধর্ষনের বর্ণনা দেয়।
এ বিষয়ে শিশুটির মা বাদী কালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেছেন। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়া থানায় আনার প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here