যশোরে রেললাইনের পাশ থেকে তরুণীর লাশ উদ্ধার

0
260
যশোর প্রতিনিধি : যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল এলাকায় একটি ফিলিং স্টেশনের পিছনের রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সদর উপজেলার সাতমাইল আফিল ফিলিং স্টেশনের পিছনে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। নিহত তরুণীর পরনে ছিলো লাল রং এর থ্রি-পিস।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এই মুহূর্তে কিছু বলা সম্ভব না। তিনি বলেন ,তার শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রেললাইনের পাশে মরদেহটী পড়ে থাকার কারণে বিষয়টি জিআরপি পুলিশ দেখছে।
যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান সাংবাদিকদের জানান,নিহতের মর দেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here