বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

0
150

কাগজ সংবাদ : বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির খুলনা বিভাগীয় সম্মেলন শনিবার দুপুরে যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। তিনি বলেন, কালেক্টরেট কর্মচারীরা জানেন কোন অবস্থাতে কাকে সেবা প্রদান করা যায়। তারা আমাদের শক্তি ও আস্তার জায়গা। তাদের প্রান্তিক পর্যায়ে কাজ করতে হয়। আপনারা যদি যোগাযোগ বাড়াতে পারেন। তাহলে আপনাদের দাবীগুলো পুরণ হবে। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুষার কুমার পাল, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার নাজমুল আলম, কেন্দ্রীয় সভাপতি এসএম রফিকুল ইসলামের,কেন্দ্রীয় প্রাক্তণ সভাপতি আকবর হোসেন। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির যশোর জেলা সভাপতি আতিয়ার রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মুহিবুল আক্তার, চুয়াডাঙ্গার সভাপতি ইসমাইল হোসেন, মেহেরপুরের সভাপতি আফতাব আলী খান, চট্টগ্রামের সভাপতি এসএম আরিফুল ইসলাম, পাবনার সভাপতি মহিউল আলম , যশোরের সদস্য মোফাজ্জেল হোসেন প্রমুখ। পরিচালনা করেন রুবিনা খাতুন, এমএ কুদ্দুস।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here