দর্শনার ডিহিতে জুয়ার আসরে ঢোকার আগেই মদসহ পাখি ভ্যানের চালক ৫০লিটার  মদসহ গ্রেফতার 

0
221
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দর্শনা থানা ও হিজলগাড়ী ক্যাম্প পুলিশের যৌথ অভিযানে ৫০ লিটার চোলাই মদ, পাখি ভ্যানসহ ১জন গ্রেফতার হয়েছে।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নিরব হোসেনের নেতৃত্বে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) শেখ রকিবুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে  দর্শনা থানার বেগমপুর  ডিহি ফার্মের পাশে  রাস্তার উপর হতে বলদিয়া গ্রামের বিশ্বাস পাড়ার নিমাই মন্ডলের ছেলে  মোঃ দায়েম (৬০)কে ৫০ লিটার চোলাই মদ ও মাদক বহনকারী একটি পাখি ভ্যানসহ হাতেনাতে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায়  মামলা হয়েছে। বলদিয়া গ্রামবাসি জানায়, পুলিশের চোখ ফাকি দিয়ে  ডিহি ফার্মের পিছনের বাগানে একটি চক্র নিয়মিত জুয়া ও মদের আড্ডা বসে।আর সেখানেই এই মদ বেচাকেনা হয় বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here