বাগআঁচড়ায় ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

0
197

শহিদুল ইসলাম : যশোরের শার্শার বাগআঁচড়ার অবস্থিত ক্লিনিকগুলোতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।সোমবার(২৫ সেপ্টেম্বর ) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্টেট ফারজানা ইসলাম।জানাগেছে,বাগআঁচড়ায় অবস্থিত্ব জনসেবা ক্লিনিক,আল-মদিনা হাসাপাতাল,বাগআঁচড়া নার্সিং হোম, জোহরা মেডিকেল সেন্টার ও রুবা ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদলতের একটি টিম। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে বাগআঁচড়া আঁখি টাওয়ারে দ্বিতীয় তলায় অবস্থিত আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ১০ হাজার টাকা,বাবু চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বাগআঁচড়া নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা, সরদার মার্কেটে অবস্থিত জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা ও বাসস্টান্ড মেইন রোডে অবস্থিত মেহেরুননেছা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদলত।এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে বাগআঁচড়ায় অবস্থিত ক্লিনিক গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন(৪০) ধারা মোতাবেগ ৪ টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।এ আদালত পরিচালনায় সহোযোগিতায় ছিলেন,শার্শা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স এর মেডিকেল অফিসার হাবিবুর রহমান,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আবু সাঈদ সহ সংঙ্গীয় ফোর্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here